শিক্ষার্থী নীতিমালা

আমি আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইলমে দ্বীন হাসিলের প্রত্যাশায় মাদরাসার একজন নিয়মিত ছাত্র হওয়ার সুযোগ লাভের আবেদনে ওয়াদা করছি যে,
১. আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত ও পথের আমি পূর্ণ অনুসারী হব। জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের যাবতীয় হুকুম-আহকাম মেনে চলব চুল, দাড়ি ও লেবাস- পোশাকে সুন্নাতের অনুসরণ করব
২. পাচ ওয়াক্ত নামাজ সর্বদা তাকবীরে উলার সাথে আদায় করব। মুসল্লি ও জনসাধারণের সাথে ভদ্রতা ও বিনয়ের সাথে চলব
৩. কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি পূর্ণ আদব ও সম্মান প্রদর্শন করে চলব। শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতি ও ভদ্রতা রক্ষা করে চলব; কারাে সাথে কোনরুপ দুব্যবহার করব না
৪. মাদরাসার খাদেম-কর্মচারীবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করব
৫. বিশেষ কারণ ছাড়া শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকব না
৬. গল্প, উপন্যাস-পুস্তক এবং ভ্রান্ত আকীদা ও চিন্তাধারী লেখকের কোন বইপত্র পড়ব না
৭. মাদরাসার আসবাবপত্রের হিফাযত করব, ক্ষতি হলে বা হারিয়ে গেলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকব
৮. মাদরাসার কল্যাণে যেকোন খেদমত আনন্দচিত্তে আঞ্জাম দিব
৯. যে কোনাে প্রকার ছুটির জন্য দরখাস্ত দিতে বাধ্য থাকবাে
১০. মাদরাসা খােলা অবস্থায় ১০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকিলে আমার ভর্তি বাতিল বলিয়া গণ্য হবে
( উল্লিখিত কানুনসহ মাদরাসা কর্তৃপক্ষের যেকোনাে সময়ের যেকোনাে সিদ্ধান্ত মেনে চলব। অমান্য করলে বহিষ্কারসহ সর্বপ্রকার শাস্তি মেনে নিতে বাধ্য থাকব )

অভিভাবক নীতিমালা

১. ছাত্রের পড়াশুনা, আমল-আখলাক এবং সার্বিক উন্নতিকল্পে মাদরাসা কর্তৃপক্ষের সর্বপ্রকার সিদ্ধান্ত
আনন্দচিত্তে মেনে নিব। এক্ষেত্রে আমার কোন প্রকার আপত্তি থাকবে না
২. কখনাে ছাত্র পালিয়ে গেলে বা মাদরাসার বাইরে যেকোন দুর্ঘটনার কবলে পড়লে অথবা নিজ অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে কর্তৃপক্ষকে কোন অবস্থায়ই দায়ী করব না
৩. ছাত্র নিজ জিনিসপত্র নিজেই সংরক্ষণ করবে, হারিয়ে গেলে বা নষ্ট হলে কর্তৃপক্ষকে দায়ী করব না
৪. পাঠোন্নতি বিবরণী যাচাই করে ছাত্রের লেখাপড়ার উন্নতির ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষের সাথে অবশ্যই
যােগাযােগ করব
৫. ছাত্রজীবনে কখনাে মােবাইল বা এই জাতীয় কোন যন্ত্র রাখা বা ব্যবহারের সুযােগ দিব না
৬. মহিলা অভিভাবক হলে অবশ্যই হিজাব এবং শালীণতার সহিত সাক্ষাৎ করতে আসবাে
৭. প্রতি ইংরেজি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক প্রদেয় পরিশােধ করব